নিউজ ডেক্স : কক্সবাজার শহরের খুরুশকূল নতুন রাস্তার মাথা এলাকা থেকে ৭৮টি পাইপ বোমা তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) সদস্যরা। মঙ্গলবার বেলা ১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মো. করিম উলাহ (৪০) ও মোহাম্মদ রমিজ (৪২)।

মঙ্গলবার বেলা সাড়ে ৪টায় র্যাব-৭ কক্সবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আশেকুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত টমটম গাড়ি থেকে দুই বস্তা বোমা তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে আটক দুইজন কোনও নিষিদ্ধ রোহিঙ্গা সংগঠনের সদস্য। তাদের এবং তাদের পরিবারের বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে। একই সঙ্গে বোমা তৈরির সরঞ্জামগুলো কোথা থেকে এসেছে তা জানার অনুসন্ধান চলছে।
আটকদের জিজ্ঞাসাবাদ করে আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আশেকুর রহমান।