ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ওয়ারিশ সনদ নিতে অনলাইন মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক

ওয়ারিশ সনদ নিতে অনলাইন মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক

নিউজ ডেক্স : মৃত ব্যক্তির ওয়ারিশ সনদ প্রদানের ক্ষেত্রে অনলাইনে মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। এ বিষয়ে গত সপ্তাহে পরিপত্রও জারি হয়েছে। এর আগে গত ২৮ জানুয়ারি ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিক্স’ সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল।

সিদ্ধান্তটি ছিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়রগণ মৃত ব্যক্তির ওয়ারিশগণকে যে ওয়ারিশ সনদ প্রদান করে সেটি প্রাপ্তির আবেদনের সাথে অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ বাধ্যতামূলক করার বিষয়ে স্থানীয় সরকার বিভাগ পরিপত্র জারির মাধ্যমে নিশ্চিত করবে।

এর প্রেক্ষিতে গত ৯ মার্চ স্থানীয় সরকার বিভাগের উপসচিব নুমেরী জামান স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, সিটি কর্পোরেশনের অধিক্ষেত্রে মৃত ব্যক্তির ওয়ারিশগণের ওয়ারিশ সনদ প্রদানের ক্ষেত্রে আবেদনকারীর আবেদনের সাথে অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ দাখিল বাধ্যতামূলক করা হলো। সিটি কর্পোরেশনসমূহ অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ যাচাই করে ওয়ারিশ সনদ প্রদান করবে।

চট্টগ্রামসহ দেশের প্রতিটি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর কাছে পরিপত্রটি বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!