এলনিউজ২৪ডটকম : ওমানে সড়ক দূর্ঘটনায় মো. নাছির উদ্দিন (৪০) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেপারী পাড়ার মৃত মোজাফফর আহমদের পুত্র ও ২ সন্তানের জনক। শনিবার (১৮ জুন) দুপুরে তার মৃত্যুর খবর পরিবারের লোকজন জানতে পারেন।
নিহতের স্ত্রী শিরিন আক্তার জানায়, শুক্রবার রাতে তার সাথে মোবাইল ফোনে শেষ বারের মতো কথা হয়েছে। কথা শেষে করে কাজে যাবার কথা ছিল। হয়তো কাজে যাবার পথে সড়ক দূর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. আক্কাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওমানের রোহতক হাসপাতাল এলাকায় রাস্তা পারাপার হবার সময় গাড়ি ধাক্কায় নাছির উদ্দিন ঘটনাস্থলে নিহত হন। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। ঘাতক গাড়ি ও চালক স্থানীয় পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে। নিহতের মরদের সেখানে দাফন কিংবা দেশের আনার ব্যাপারে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।