এলনিউজ২৪ডটকম : ওমানে সড়ক দূর্ঘটনায় নাজিম উদ্দিন (৩৮) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাজিম উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এম.চর হাট আদর্শ পাড়ার মৃত হরত আলীর পুত্র ও ২ সন্তানের জনক।
নিহতের সম্বন্ধী নুরুল ইসলাম জানান, বুধবার সকালে কাজে যাবার জন্য বের হন নাজিম উদ্দিন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় গাড়িটি উল্টে যায়। এতে সে গুরতর আহত হয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত নাজিম পেশায় টাইলস মেস্ত্রী। প্রায় ৫ বছর পূর্বে তিনি ওমানে গিয়েছিলেন।
পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজী মুহাম্মদ ইউনুচ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ দেশে আনার উদ্যোগ নিলে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে।