Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | এবারের জনপ্রতি ফিতরা ৮০ টাকা নির্ধারণ

এবারের জনপ্রতি ফিতরা ৮০ টাকা নির্ধারণ

চট্টগ্রামে শীর্ষ ওলামাদের এক সভায় এবারের ফিতরা ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত শুক্রবার আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানীর সভাপতিত্বে খতিবের কক্ষে সাদকাতুল ফিতরা সংক্রান্ত এক সভায় ফিতরার এ পরিমাণ নির্ধারণ করা হয়।

সভায় দেশের সর্বস্তরের মুসলমানদের জনপ্রতি ৮০ টাকা হারে ফিতরা আদায় করার জন্য অনুরোধ জানানো হয়।আলোচনায় অংশ নেন বায়তুশ শরফ কামিল মাদরাসার অধ্যক্ষ প্রফেসর ড. মাওলানা সাইয়্যেদ আবু নোমান, বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নুরী, আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের সেক্রেটারি জেনারেলে মুফতি হাফেজ মাওলানা মুহাম্মদ ইসহাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরমি বিভাগের অধ্যাপক ড. মাওলানা নিজামুদ্দিন, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ সলিমুল্লাহ, দারুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মুফতি আহমদুর রহমান নদভী, জাতীয় ইমাম সমিতির চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মুফতি মাওলানা ফারুক ছিদ্দিকী, কাট্টলী জাকেরুল উলুম মাদরাসার মোহাদ্দিস ও জাতীয় মুফাস্‌িসর পরিষদের নগর সভাপতি মুফতি মাওলানা আবু হানিফা নোমান, আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ ফ ম খালিদ জামিল, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক, দারুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদভী, জাতীয় ইমাম সমিতি চট্টগ্রাম মহানগরী সভাপতি মাওলান কাজী জাফর আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবু দাউদ মামুন, চন্দনপুরা জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ হেলাল উদ্দিন, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক ওসমানী, গারাঙ্গিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলান আবদুল কাদের, তিনপুল মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া, বন্দরটিলা মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম, ব ায়তুশ শরফ মাদরাসার মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।

সভায় বলা হয়, পাঁচটি পণ্য দিয়ে সাতাকাতুল ফিতরা আদায় করা ইসলামী শরীয়ত অনুযায়ী বৈধ। গম, যব, খেজুর, কিশমিশ ও পনির। গমের পরিমাণ হচ্ছে অর্ধ সা তথা ১ কেজি ৬৫০ গ্রাম। অন্য পণ্যগুলো ৩ কেজি ৩০০ গ্রাম। প্রেস বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!