নিউজ ডেক্স : রংপুরে এক ছেলেকে ভালোবেসে দুই বোন কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। এ ঘটনা ঘটেছে আজ বুধবার নগরীর মডার্ন মোড় এলাকার পূর্ব শেখপাড়ায়। দু’বোনের আত্মহত্যার ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, মডার্ন এলাকার পূর্ব শেখ পাড়ার মঞ্জুর হোসেন লিটনের কন্যা লুৎফর নাহার লতা (১৪), নাজিরদিঘি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। আলমগীর হোসেনের কন্যা সাদিয়া জান্নাত অর্নী (১৪) দর্শনা স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। দু’জন একে অপরের খালাতো বোন।
তাদের সঙ্গে একই এলাকার আনসার আলীর পুত্র রংপুর মডেল কলেজের অনার্সের শিক্ষার্থী মেরাজুল ইসলামের সঙ্গে দু’বোনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে লতা ও অর্নীর পরিবারের লোকজন গত সোমবার মেরাজুলকে মারধর করে। সেই সঙ্গে তারা তাদের দু’কন্যাকে মেলামেশা করতে নিষেধ করে। এতে অভিমান করে দুজনই প্রেমিক মেরাজুলের উদ্দেশে দুটি প্রেমপত্র লিখে মঙ্গলবার দু-তিন ঘণ্টার ব্যবধানে কীটনাশক পান করে। তাৎক্ষণিকভাবে তাদের দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থা আজ সকালে তারা মারা যায়। -মানবজমিন