ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি গঠনে তোড়জোড়

উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি গঠনে তোড়জোড়

নিউজ ডেক্স: দক্ষিণ জেলার আওতাধীন উপজেলা ও পৌরসভা বিএনপির নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে পদপ্রত্যাশীদের আবেদন করার জন্য সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা ও পৌরসভা কমিটির পাশাপাশি নতুন করে উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট কমিটির কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়।

পদপ্রত্যাশী প্রত্যেকের রাজনৈতিক জীবনবৃত্তান্তে এনআইডি নম্বর, মোবাইল ফোন নম্বর, বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সংশ্লিষ্ট তথ্য ও স্থিরচিত্রে ক্যাপশনযুক্ত আবেদন এবং সংশ্লিষ্ট প্রমাণাদির পিডিএফ ফাইল ও প্রিন্ট করা হার্ডকপি নির্ধারিত দিনে চট্টগ্রাম নগরের দোস্ত বিল্ডিংয়ে দলীয় কার্যালয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়।

ওই সময়ের মধ্যে আবেদন ও আনুষঙ্গিক কাগজপত্রের সফট কপির পিডিএফ ফাইল আহ্বায়ক ও সদস্য সচিবের হোয়াটসঅ্যাপ নম্বরেও পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

আবেদনপত্র জমা নেওয়ার কার্যক্রম সম্পাদনের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রেজাউল করিম নেচার, সাইফুদ্দিন সালাম মিঠু, সদস্য ফৌজুল কবির ফজলু, সালেহ জহুর ও এম মনছুর উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!