ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | উন্নত যন্ত্রপাতি ব্যবহারে কৃষিতে উন্নতি সাধন করতে হবে : এমপি বদি

উন্নত যন্ত্রপাতি ব্যবহারে কৃষিতে উন্নতি সাধন করতে হবে : এমপি বদি

K H Manik Ukhiya Pic 25-02-2018 (1)

কায়সার হামিদ মানিক, উখিয়া : কক্সবাজারের উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেছেন, উন্নত যন্ত্রপাতির সুষ্ঠু ব্যবহারের মধ্য দিয়ে উখিয়ায় কৃষি বিপ্লব সাধিত করতে হবে। যেহেতু রোহিঙ্গাদের কারনে উখিয়ার জনগন চরমভাবে ক্ষতিগ্রস্থ। বিশেষ করে বিশাল কৃষি জমি ক্ষতি সাধিত হয়েছে। সেহেতু সরকারে দেয়া এসব যন্ত্রপাতি ব্যবহার করে কৃষিত উন্নতি সাধন করতে হবে। তিনি আজ রবিবার সকাল ১১ টায় উখিয়া উপজেলা চত্বরে বিদেশী দাতা সংস্থা আইওএম ও ফাও, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্থ স্থানীয় কৃষকদের মাঝে কৃষি উপকরন ও যন্ত্রপাতি বিতরনকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, মহান জাতীয় সংসদে রোহিঙ্গাদের কারনে ক্ষতিগ্রস্ত  স্থানীয় জনগনের দুর্দশার কথা তুলে ধরেছেন। তা শুনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্থানীয় জনগনের জন্য নানা সহায়তার ব্যবস্থা করছেন। ইতিমধ্যে উখিয়া-টেকনাফের ২০ হাজার মানুষকে ভিজিডি কর্মসূচীর আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে আরো সহায়তা দেয়া হবে। এমপি বদি বলেন, শুধু কৃষি উপকরন দিলে হবে না। কৃষকদের সহজ শর্তে ঋন দিয়ে এই কৃষি উপকরন ব্যবহারে উৎসাহিত করতে হবে। স্থানীয় জনগন যাতে চাকুরী সুবিধা পায় সে ব্যাপারেও খেয়াল রাখতে এনজিওদের প্রতি আহবান জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রোহিঙ্গা ত্রান ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শাহরিয়ার, জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির চৌধুরী, আইওএম প্রতিনিধি ম্যানুয়েল পেরেইরা, ফাও প্রতিনিধি পিটার এগ্নিউ,  রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রতœাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!