Home | দেশ-বিদেশের সংবাদ | উখিয়ায় শতাধিক গাড়ী-চালকের বিরুদ্ধে মামলা

উখিয়ায় শতাধিক গাড়ী-চালকের বিরুদ্ধে মামলা

FB_IMG_1534077451724
কায়সার হামিদ মানিক, উখিয়া : কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রিত রোহিঙ্গাদের সেবাই নিয়োজিত অতিরিক্ত  গাড়ীর ভারে আক্রান্ত কক্সবাজার-টেকনাফ সড়কের ক্ষতবিক্ষত অংশ সংস্কারের পর এবার নামলেন গাড়ীর বিরুদ্ধে অভিযানে।সারাদেশ ব্যাপী নিরাপদ সড়ক আন্দোলনের পর সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশী অভিযান চলে আসছে।গত ৫ আগষ্ট থেকে কক্সবাজার-টেকনাফ সড়কে অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশ।বালুখালীস্থ শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশের ইনচার্জ রাজেস বড়ুয়ার নেতৃত্বে চলমান অভিযানে ছোট,মাঝারী ভারী যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাচাই চলছে।লক্কর-ঝক্কর গাড়ী,আনাড়ী চালকের ড্রাইভিং লাইসেন্স,গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্রাদি যাচাই করেন।ত্রুটিপূর্ণ গাড়ী এবং চালকদের যানবাহন আইনের সংশ্লিষ্ট ধারায় ইতিমধ্যে একশ’র বেশী মামলা রুজু করেছেন বলে বালুখালীস্থ শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক রাজেস বড়ুয়া নিশ্চিত করেছেন।হাইওয়ে পুলিশের এহেন তৎপরতায় কক্সবাজার-টেকনাফ সড়কের অন্তত উখিয়া উপজেলার পরিবহণ সেক্টরে অনেকটা শৃংখলা ফিরে এসেছে বলে উক্ত সড়কে নিয়মিত চলাচলকারী যাত্রী এনজিওকর্মী সানী বড়ুয়া,সাংবাদিক মুহাম্মদ হানিফ আজাদ,যুবনেতা আবদুর রহমান দাবী করেন।সড়কের শৃংখলা ফেরাতে বিরতিহীন কর্তব্য পালনকালে বালুখালীস্থ শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশ ফাঁড়ীর চৌকষ পুলিশ দলে আরো যারা ছিলেন শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশ ফাঁড়ীর সহকারী উপ-পুলিশ পরিদর্শক ননী বড়ুয়া,সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো:মোস্তফা নুর,সহকারী উপ-পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন, জৈষ্ট সিপাহী আবদুল ওয়াদুদ,আবু তাহের,নেপাল চন্দ্র সহ হাইওয়ে পুলিশের সকল সিপাহী গণ।পুলিশের এহেন প্রশংসনীয় কর্মকান্ডের জন্য সচেতন মহল সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!