কায়সার হামিদ মানিক, উখিয়া : কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা বাজার ও ইনানী থেকে মানবপাচার মামলার তিন আসামীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। বুধবার (১৪ মার্চ) ভোরে র্যাব-৭ এর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, আটক তিন আসামী টাঙ্গাইল সদর থানার ২০১৫ সালের ২৫ মার্চ ৩২ নম্বর মামলার এজাহারভুক্ত আসামি। তাদের আটকে র্যাব শুধুমাত্র সহযোগিতা করেছে। এদের ব্যাপারে র্যাবের কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি।
তবে স্থানীয়দের দেওয়া তথ্য মতে আটক তিন আসামি হলেন- রামুর খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়াপালং এলাকার আশরাফ মিয়ার ছেলে মফিজ মিয়া ওরফে প্রকাশ মনছুর, ধোয়াপালং এলাকার আবদুল গফুর ও পেচারদ্বীপ এলাকার আবুল কালাম।