Home | দেশ-বিদেশের সংবাদ | উখিয়ায় আটককৃত ৩৯ বিদেশী নাগরিক মুচলেকায় মুক্তি

উখিয়ায় আটককৃত ৩৯ বিদেশী নাগরিক মুচলেকায় মুক্তি

K H Manik Ukhiya Pic 11-03-2018

কায়সার হামিদ মানিক, উখিয়া : যথাযথ কাগজপত্র না থাকায় কক্সবাজার থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে ৩৯ বিদেশি নাগরিককে আটক করে উখিয়া থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন। এরপর কাগজপত্র যাচাই শেষে মুচলেকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয় আজ বিকেল সাড়ে ৩ টার দিকে। উখিয়া থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার কক্সবাজারে অবস্থানরত বিদেশি নাগরিকদের পাসপোর্ট, ভিসা ও ওয়ার্ক পারমিট যাচাই-বাছাই করতে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের মালভিটা রাস্তার মাথায় তল্লাশি চৌকি বসানো হয়। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তল্লাশি চালিয়ে যথাযথ কাগজপত্র না থাকায় ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। আটকদের মধ্যে মালেয়শিয়া, কানাডা, সুইজারল্যান্ড, হল্যান্ড, ইটালিসহ অন্য দেশের নাগরিক ছিলেন। তারা বিভিন্ন এনজিওতে কর্মরত রয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বাংলাদেশের নিজস্ব নিয়ম-কানুন রয়েছে। এখানে বসবাস ও কাজ করতে হলে এদেশের আইন মেনেই করতে হবে। তাদের আটকের পর বাংলাদেশে অবস্থানরত তাদের দূতাবাসগুলোকে জানানো হয়। তাদের কাছে যে ওয়ার্ক পারমিট নেই সে বিষয়টিও জানানো হয়। পরে দূতাবাসের কর্মকর্তারা শিগগির ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করার আশ্বাস দিলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!