এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আবেদ বিন আবছার (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘীতে এই ঘটনা ঘটে।
আবেদ একই ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের মৌলভী পাড়ার নুরুল আবছারের পুত্র ও নগরীর বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। নুরুল আবছার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, তারা স্বপরিবারে চট্টগ্রাম নগরীতে থাকেন। ঘটনারদিন সকালে ঈদ উপলক্ষে পরিবারের সবাই গ্রামের বাড়িতে আসেন। স্থানীয় জামে মসজিদে দাদার সাথে আবেদ জুমার নামাজও আদায় করেছে। এরপর পরিবারের সকলের অগোচরে আবেদ, তার জমজ ভাই ও ৩ চাচাতো ভাই মিলে পার্শ্ববর্তী সিকদার দিঘীতে গোসল করতে যান। তাদের মধ্যে কেউই সাঁতার জানতো না। খেলাচ্ছলে আবেদ ও তার এক চাচাতো ভাই দিঘীর গভীরে চলে যায়। তাদের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে চাচাতো ভাইকে জীবিত ও আবেদকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আবেদের পিতা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। ঈদ করতে গ্রামের এসে কিশোরের মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একইদিন রাতে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হবে।