
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ নুরুল হক (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৬ জানুয়ারী) সকাল ৯টায় উপজেলার তেওয়ারীহাটে চট্টগ্রাম শহরমুখী বাসে তল্লাশী চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যাং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত নুরুল আমিনের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক এ. কে. এম আজাদ উদ্দিনের নেতৃত্বে মহাসড়কে চট্টগ্রাম শহরমুখী একটি বাসে তল্লাশী চালিয়ে ১৪শ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করে। পরে তাকে লোহাগাড়া থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মঞ্জুরুল হক বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা রুজু করেন।
Lohagaranews24 Your Trusted News Partner