ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে শিশু ও গর্ভবতী রোগীর সংখ্যা

রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে শিশু ও গর্ভবতী রোগীর সংখ্যা

doctors-bg20170415201620

কায়সার হামিদ মানিক, উখিয়া : শীত আসার আগেই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। পাশাপাশি ঘনঘন গর্ভধারণের কারণে বাড়ছে শারীরিক জটিলতা নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসা রোহিঙ্গা নারীর সংখ্যাও। সংশ্লিষ্টরা বলেছেন, পরিবার পরিকল্পনার মতো বিষয়গুলোর ওপর সচেতনতা বাড়ানো না গেলে সংকট আরো প্রকট হবে। ৭ ছেলে মেয়ের শেষেরটি বয়স ৬ মাস, স্বাস্থ্যকেন্দ্রে এসে আবারো জানলেন, তিনি সন্তান সম্ভবা। ফ্যামিলি প্লানিং এর জন্য আসা এই ঘরে সবারই শিশুর সংখ্যা তিনের বেশি। প্রায় প্রতিটি শিশুই কোন না কোন সমস্যায় ভুগছে। রেডক্রস গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা জানান, প্রতিদিন আসা রোগীদের ২০ থেকে ২৫ ভাগ গর্ভবর্তী। এছাড়া নবজাতক আর শিশুদের সমস্যা নিয়ে আসেন মোট রোগীর অর্ধশতাংশ। স্থানীয় সংস্থাগুলো জানায়, ২ লাখ শিশুর মধ্যে ৭ শতাংশ মারাত্মক অপুষ্টির শিকার। যাদের চিকিৎসা সহায়তা প্রয়োজন। আর ২৫ শতাংশ শিশুর জরুরি ভিত্তিতে পুষ্টিকর খাবার দরকার। এছাড়া টিকাদান কর্মসূচি চলমান থাকবে এবং স্থানীয় হেলথ কমপ্লেক্স ও সদর হাসপাতালগুলোর অবকাঠামো ও সুযোগ সুবিধা উন্নয়নের পরিকল্পনা ও রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!