ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ইসি ভবন উড়িয়ে দেয়ার হুমকি

ইসি ভবন উড়িয়ে দেয়ার হুমকি

1-32

নিউজ ডেক্স : নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। কয়েকদিন ধরেই এ ধরনের বার্তা পাচ্ছেন তারা। আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ হুমকি দেয়া হচ্ছে।

নাম, ঠিকানাবিহীন ক্ষুদে বার্তায় বলা হয়েছে, ‘আল্লাহু আকবার। এ কুফরি নির্বাচন বন্ধ কর অথবা মুজাহিদদের হাতে ভয়ংকর পরিণতির জন্য প্রস্তুত থাক। যেকোনো সময় নির্বাচন কমিশন উড়িয়ে দিতে আমরা রেডি। ইনশা আল্লাহ মুজাহীদিন।’ ০১৮৮০৯০৮৭৩০ এই নম্বর থেকে এ হুমকি দেয়া হয়েছে।

এর আগে দশম সংসদ নির্বাচনে কমিশন চত্বর ও নির্বাচন কমিশনারদের বাসায় ককটেল হামলা হয়েছিল। তবে নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি এবারই প্রথম।

এ বিষয়ে ইসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা অনেকেই আতঙ্কিত। এ কারণে নির্বাচন ভবনের নিরপত্তা বাড়ানো হয়েছে। ইসি ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে একাদশ জাতীয় নির্বাচনের টানা ভোটগ্রহণ চলবে। এক প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!