নিউজ ডেক্স : কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানি সৈকতে খালি পায়ে হাঁটলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল। সমুদ্রের দিকে তাকিয়ে হাসছিলেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী সৈকতে নামেন। সেখানে কিছুক্ষণ খালি পায়ে হাঁটেন তিনি, নামেন পানিতেও। সঙ্গে ছিলেন কয়েকজন সেনাসদস্য ও সফর সঙ্গীরা।
এর আগে, শনিবার বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সকাল ১০টায় বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ মেঘদূত এ চেপে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।