আন্তর্জাতিক ডেক্স : ইতালির তরিনো শহরে মোহাম্মদ ইব্রাহিম নামে (২৫) এক বাংলাদেশি যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) রাতে তরিনোর করসো ফ্রান্সিয়া রোডে একটি ভবনের তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তরিনো শহরের একটি রেস্টুরেন্টে কাজ করতেন ইব্রাহিম। তার বাড়ি বাংলাদেশের কোন জেলায় তা জানা যায়নি। জাগো নিউজ
নিহতের রুমমেটের বরাত দিয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে ইব্রাহিমের এক রুমমেট কাজ শেষে বাসায় ফিরে মেঝেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় ফোন করেন। পরে পুলিশ এসে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে। ঘটনার দিন বাসায় কেউ ছিল না। তার রুমমেটরা সবাই কাজে চলে যান। ওই দিন ইব্রাহিমের ছুটি ছিল। এই ফাঁকে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা পুলিশের।
পুলিশ আরও ধারণা করছে, ডাকাতির উদ্দেশ্যে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার পর এ হত্যাকাণ্ড ঘটেছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনার তদন্তের সমন্বয় করেছেন প্রসিকিউটর ভ্যালেন্টিনা সেলারো।