নিউজ ডেক্স : বান্দরবানের আলীকদম-থানচি সড়কে জীপ উল্টে ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ১৩ জন শ্রমিক মারাত্মকভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রবিবার (১৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবু তালেব (২৪) এবং মো. দিদার (২৩)। আহতরা হলেন মো. জয়নাল, আবু তাহের, মো. কায়সার, আব্দুর রহিম, জোবায়ের, রেজাউল করীম, শহীদুল, জাফর আহম্মেদ, আব্দুর রশীদ, জিয়াবুল, নূর সালাম, মোহাম্মদ জুনো। তাদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার পেকুয়া এলাকায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার থানচি-আলীকদম সড়কের পনের কিলোমিটার এলাকায় শ্রমিক বোঝাই একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ সহ স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে দ্রুত আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দিন জানান, আলীকদম-থানচি সড়কের জীপ দুর্ঘটনায় ২ শ্রমিক মারা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালামসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।