নিউজ ডেক্স: রাজধানীর ধানমন্ডি সিটি কলেজের পাশে পপুলার হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার মৃত ঘোষিত যুবকের পরিচয় মিলেছে। তার নাম শাহজাহান (২৪)। তিনি পেশায় ছিলেন হকার।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে থাকা এ যুবকের মরদেহ শনাক্ত করেন তার মা আয়শা আক্তার।
শাহজাহান তার স্ত্রীকে নিয়ে কামরাঙ্গীরচর চাঁদ মসজিদ এলাকার জলিল মিয়ার বাসায় ভাড়া থাকতেন। পাশেই আরেকটি বাড়িতে তার মা আয়শা থাকেন। তার বাবার নাম মৃত মহসিন। চার সন্তানের মধ্যে শাহজাহান ছিলেন তৃতীয়।
আয়শা হাসপাতালে সাংবাদিকদের জানান, তার ছেলে নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে হকারি করে পাপোশ বেচতেন। এরপর ছেলের লাশের কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
বারবার বলতে থাকেন, ‘আমার ছেলের দোষ কোথায়? কেন মারলো, কারা মারলো, কিছুই তো বুঝতে পারছি না। ’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, পপুলার হাসপাতাল থেকে নিয়ে আসা ওই যুবকের লাশ শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। -বাংলানিউজ