নিউজ ডেক্স : কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূলে রোহিঙ্গাবাহী আরও দুটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১০ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
এর আগে গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত রোহিঙ্গাবাহী ১১টি নৌকা নাফ নদী ও সাগরে ডুবে যায়। গত ২৯ আগস্ট রাত থেকে এ পর্যন্ত নৌকাডুবির ঘটনায় প্রায় ৮৫ জন রোহিঙ্গার লাশ উদ্ধার হলো।
পুলিশ জানায়, নৌকাডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার টেকনাফের বিভিন্ন উপকূল থেকে মোট ১০ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উপকূল থেকে অসুস্থ অবস্থায় এক রোহিঙ্গাকে আজ উদ্ধার করার পর মারা যান তিনি। -কালের কণ্ঠ