নিউজ ডেক্স : কয়েকদফা অভিযানে প্রায় ১৫ দশমিক ১৩ মন স্বর্ণ জব্দের পর আপন জুয়েলার্সের শোরুমগুলো কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয়া হয়েছে। এক্ষেত্রে জুয়েলার্সের শোরুমগুলো খুলতে আইনগত কোন বাধা নেই। আজ থেকে শোরুম গুলো খুলতে পারবে।
সোমবার সকালে মোবাইল ক্ষুদে বার্তায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, আপন জুয়েলার্সের কাছে সংগৃহিত স্বর্ণ ও ডায়ামন্ডের আমদানি কিংবা ক্রয়ের বৈধতা যাচাই করতে গোয়েন্দারা দীর্ঘ তদন্ত করেছেন। আপন জুয়েলার্স বৈধ কোনো কাগজপত্র না দেখাতে পারায় সেগুলো জব্দ করে বাংলাদেশ ব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আইনগত কার্যক্রম শেষ হওয়ায় আপন জুয়েলার্স তাদের ৫ টি শোরুম খুলতে পারবে।
এর আগে শুল্ক গোয়েন্দার কয়েক দফা অভিযানে আপন জুয়েলার্সের ৫টি শোরুম থেকে মোট ১৫ দশমিক ১৩ মণ স্বর্ণ, ৭ হাজার ৩৬৯ পিস ডায়মন্ডখচিত অলঙ্কার, নগদ ৬৭ লাখ ৪০ হাজার টাকা ও ১০০ মার্কিন ডলারও জব্দ করা হয়। সিলগালা করা হয় শোরুমগুলো। জব্দকৃত আলংকারগুলোকে ‘অবৈধ’ উল্লেখ করে রোববার বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা করা হয়েছ।