নিউজ ডেক্স : আধুনিক ভ্যাট আইন বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে সামনের দিকে তাকাতে হবে। বিশ্বের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তাই যে আধুনিক ভ্যাট আইন করা হয়েছে তা বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আইডিইবি ভবনে নতুন ভ্যাট আইন (মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২) বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এখানে সবার অংশগ্রহণ প্রয়োজন। ১৯৯১ সালের ভ্যাট আইন মূলত আবগারী শুল্ক, টার্নওভার কর ও বিক্রয় করের পরিবর্তে প্রবর্তিত একটি পরোক্ষ কর ব্যবস্থা। বিভিন্ন সময়ে এতে বিচ্যুতি হয়েছে, সংযোজন হয়েছে। ফলে আইনটি মৌলিক বৈশিষ্ট হারিয়েছে।
তিনি আরও বলেন, এ আইনের কাঠামোগত দুর্বলাতর কারণে কর উৎপাদনশীলতা কমে গেছে এবং আইনটি আশানুরূপ রাজস্ব আহরণে ভূমিকা রাখতে পারছে না। তাই জাতীয় প্রয়োজনীয়তার নিরিখেই নতুন ভ্যাট আইন প্রণয়ন করা হয়েছে।