Home | লোহাগাড়ার সংবাদ | আধুনগরে ৮ হাজার ফুট রাস্তা ও খাল পাড়সহ ১৫ বসতঘর ক্ষতিগ্রস্থ

আধুনগরে ৮ হাজার ফুট রাস্তা ও খাল পাড়সহ ১৫ বসতঘর ক্ষতিগ্রস্থ

55

এলনিউজ২৪ডটকম : গত ২ জুলাই মাঝ রাত থেকে টানা বর্ষণ ও পাহাড়ি পানির ঢলে আধুনগর ইউনিয়নের প্রায় ৮ হাজার ফুট রাস্তা ও খালের পাড়সহ ১৫ বসতঘর ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আইয়ুব মিয়া। ক্ষয়ক্ষতি নিরূপন করে তিনি ইতোমধ্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে তালিকা প্রেরণ করেছেন।

ক্ষতিগ্রস্থ রাস্তা ও খাল পাড় গুলো হচ্ছে আধুনগর ক্যামেলিয়া পাড়া পদ্ধাবর্তী সড়ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ, আধুনগর নাপিত পাড়া সুইচ গেইট সংলগ্ন সড়ক ও খালের পাড় ভাঙ্গা, গর্জানিয়া পাড়া সড়ক ক্ষতিগ্রস্থ, মছদিয়া দক্ষিণ পাড়া সড়ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ, সরদারনি পাড়া সংলগ্ন হাতিয়া খালে ভাঙ্গন, গারাঙ্গিয়া সড়ক আংশিক ক্ষতিগ্রস্থ, মছদিয়া গারাঙ্গিয়া সড়ক ক্ষতিগ্রস্থ, আকবর পাড়া ডলুখালের পাড় ভাঙ্গা, মছদিয়া মাইজপাড়া গারাঙ্গিয়া সড়ক ব্রিক সলিং রাস্তা ক্ষতিগ্রস্থ, ডাঃ হাবিবের বাড়ি সংলগ্ন ডলুখালের পাড় ভাঙ্গা, নুর মোহাম্মদ সিকদার পাড়া হতে ইউসুফের বাড়ি পর্যন্ত রাস্তা ক্ষতিগ্রস্থ, বানুর বাপের বাড়ি হতে মানিক্কা পুকুর পর্যন্ত রাস্তা ক্ষতিগ্রস্থ, হানিফার পাড়া ব্রিজ ক্ষতিগ্রস্থ, হানিফার পাড়া মগের পুকুর পাড় হতে শীল পাড়া পর্যন্ত রাস্তা ক্ষতিগ্রস্থ, জে.এম. সিকদার পাড়া হতে হালমরচারা খালের ব্রিজ পর্যন্ত রাস্তা ক্ষতিগ্রস্থ, হরিণা রফিক মেম্বারের ঘাটা হতে হাবিবের জমিনের দক্ষিণ সীমানা পর্যন্ত রাস্তা ক্ষতিগ্রস্থ, হরিণা গুনু চৌকিদার বাড়ির পার্শ্বে কবরস্থানে ভাঙ্গন, মেহের আলী সিকদার পাড়া হতে ইউনুচের বাড়ির সামনে পর্যন্ত রাস্তা ক্ষতিগ্রস্থ, দক্ষিণ হরিণা ইউনুচের বাড়ির দক্ষিণে ডলুখালে ভাঙ্গন, দক্ষিণ হরিণা কাশেমের বাড়ির পার্শ্বে ডলুখালে ভাঙ্গন, আধুনগর রূপবান পাড়ার কিল্লা পুকুর সংলগ্ন ডলুখালে ভাঙ্গন, মাহবুব মুন্সির বাড়ি সংলগ্ন রাস্তা ক্ষতিগ্রস্থ, আখতারিয়া পাড়া সড়ক ক্ষতিগ্রস্থ, আধুনগর ষ্টেশন হতে হরিণা সড়ক ক্ষতিগ্রস্থ, ডাঃ এয়াকুব পাড়ার চলাচল রাস্তা ক্ষতিগ্রস্থ, সাবেক মেম্বার মৌলভী দলিলুর রহমানের বাড়ি হতে বাঁচা মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা ক্ষতিগ্রস্থ, হিন্দু পাড়া শ্মশানের দক্ষিণে হাতিয়া খালে ভাঙ্গন, ছুফি মিয়াজি পাড়া হতে নয়া পাড়া পর্যন্ত চলাচল রাস্তা আংশিক ক্ষতিগ্রস্থ, হাতিয়ারপুলের সীমানা হতে ৭নং ওয়ার্ড অংশ পর্যন্ত খালের পাড় ব্যাপক ক্ষতিগ্রস্থ, রোস্তমের পাড়ার মফিজুর রহমানের বাড়ি হতে আবদুল গফুরের বাড়ি পর্যন্ত চলাচলের রাস্তা ক্ষতিগ্রস্থ, হরিণা হাসপাতাল সড়ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ ও মনছুর আলী সিকদার পাড়ার রাস্তা ক্ষতিগ্রস্থ।

ক্ষতিগ্রস্থ বসতঘরের মালিকরা হলেন পাল পাড়ার সনজিত পাল, সমীর পাল, রনজিত পাল, উত্তর হরিণার বদ বড়–য়া, দক্ষিণ পেঠানের পাড়ার বশির আহমদ, দক্ষিণ হরিণার সুনিল জলদাশ, তাহেরা বেগম, মৌলভী পাড়ার ডাঃ হাবিব, মোঃ আলী, জাফর আহমদ, হাজির পাড়ার নুরুল ইসলাম, আবদুল বাড়ি বর পাড়ার মোঃ ইসলাম, রেজাউল করিম, ডাঃ এয়াকুব পাড়ার আমির হোসেন ও আহমদ ছফা।

ক্ষতিগ্রস্থ রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খালের ভাঙ্গন কবলিত এলাকার এলাকার লোকজন আতংকের মধ্যে দিনাতিপাত করছে। এছাড়াও ক্ষতিগ্রস্থ বসতঘরের লোকজন বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিনাতিপাত করছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!