এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর হরিণা রাস্তার সংযোগস্থলে ২৬ আগষ্ট দুপুরে দ্রুতগতির বাসের চাপায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক দিদারুল ইসলাম তুহিন (১৬) আধুনগর মিয়া পাড়ার সাবেক ইউপি মেম্বার রফিক আহমদের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম অভিমুখী সোহাগ পরিবহণের একটি বাস (ঢাকামেট্রো-ব-১৫-২৬৯৮) নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। নিহত তুহিন মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ষ্টেশনে আসছিল। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তুহিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রাণ হারান। দূর্ঘটনার পর পরই গাড়ি চালক ও হেলফার কৌশলে পালিয়ে যায়।

বাস ও মোটরসাইকেল লোহাগাড়া থানা হেফাজতে ও তুহিনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে লোহাগাড়া থানা পুলিশ জানিয়েছেন। এ সংক্রান্ত কোন মামলা হয়নি।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, তারা এ ব্যাপারে কিছুই জানেন না।