এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আধুনগর ডামিরঘোনার বানুরবাপের পাড়ায় ১০ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় গাছ চাপায় একজন শ্রমিক ঘটনাস্থলে মারা গেছেন। নিহত মোঃ হারুন (৫৫) ওই এলাকার মৃত ছিদ্দিক আহমদের পুত্র ও ৩ সন্তানের জনক বলে প্রকাশ।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, হারুন স্থানীয় ইলিয়াছ মেম্বারের একটি গাছ দৈনিক মজুরীর ভিত্তিতে কাটছিলেন। প্রথমে তিনি গাছটির উপরের ডাল-পালা কেটে দেয়। পরবর্তীতে গোড়া কেটে চলে আসার সময় হঠাৎ গাছটি তার উপর পড়ে যায় ফলে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।
খবর পেয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলাম ও এসআই লিটন চন্দ্র সিংহ একদল ফোর্স নিয়ে দুপুরে ঘটনাস্থলে যান।
ওসি (তদন্ত) জানান, হারুনের মৃত্যুর ব্যাপারে কারো কোন অভিযোগ না থাকায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম বার তার লাশ দাফনের অনুমতি দিয়েছেন।
একইদিন বিকেলে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হারুনের দাপন সম্পন্ন করা হয়েছে। হারুনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।