নিউজ ডেক্স : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাংবাদিকদের সুখবর দিয়ে বলেন, আজ থেকে ফোরজি যুগে প্রবেশ করছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশ নতুন এক মাইলফলকে পৌঁছে গেল। গণভবনে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ সোমবার সন্ধ্যায় চারটি মোবাইল অপারেটরকে ফোরজি লাইসেন্স হস্তান্তর করবেন বলে কথা রয়েছে। তার আগে বিকেলে এই সুখবর দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত ইতালি ও ভ্যাটিকান সিটি সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গত ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি তিনি ইতালি ও ভ্যাটিকান সিটিতে চারদিনের সরকারি সফর করেন।
প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো’র আমন্ত্রণে ইফাদের বার্ষিক পরিচালনা পর্ষদের বৈঠকে অংশগ্রহণ করেন।
তিনি পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটির হলি সি সফর করেন। সেখানে প্রধানমন্ত্রী পোপ ও ভ্যাটিকান সিটির সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্র পারোলিনের সঙ্গেও বৈঠক করেন।