
এলনিউজ২৪ডটকম : আজ ১৮ ডিসেম্বর রবিবার ঐতিহ্যবাহী চুনতীতে ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সঃ) মাহফিলের ৮ম দিবস। চুনতী শাহ মঞ্জিল সীরাত ময়দানে এ মাহফিল চলছে।
বাদ আছর অধিবেশনে সভাপতিত্ব করবেন গারাঙ্গিয়ার পীর সাহেব আলহাজ্ব শাহ্ মাওলানা মাহমুদুল হাসান হামেদি ছদ্দিকী। ওয়ায়েজ করবেন চন্দনাইশ জাফরাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা ইউসুফ বিন নুরী।

বাদ মাগরিব অধিবেশনে ওয়ায়েজ করবেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ জিয়াউল করিম ও আগ্রাবাদ উম্মুহাতুল মুমিনিন হিফজুল কুরআন বালিকা একাডেমির অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ মনসুরুল হক।
অনুষ্ঠিতব্য অধিবেশনে যথাসময়ে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের নেকী হাসিল করার আহবান জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ।
Lohagaranews24 Your Trusted News Partner