এলনিউজ২৪ডটকম : আজ ২৩ আগষ্ট লোহাগাড়া উপজেলার আধুনগর সিকদার পাড়ার সমাজসেবক ফজলুল হক চৌধুরীর ১ম মৃত্যু বাষির্কী। লোহাগাড়ানিউজ২৪ডটকম পরিবার তাঁর বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
অপরদিকে, মরহুমের পুত্র লিমন চৌধুরী তাঁর পিতার প্রথম মৃত্যু বার্ষিকীতে সকল আত্মীয়-স্বজন ও শুভকাঙ্খীদের কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, মরহুম ফলজুল হক চৌধুরী আধুনগর ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল হক চৌধুরী ছোট ভাই।