নিউজ ডেক্স : নগরীর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার (লালখান বাজার–মুরাদপুর) ঈদুল আজহার আগেই যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে সিডিএ সূত্রে জানা গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই ফ্লাইওভারের নিচে দু’পাশের সড়ক মেরামতের কাজে হাত দেয়া হবে বলেও নিশ্চিত করা হয়েছে।
এ ব্যাপারে সিডিএর নির্বাহী প্রকৌশলী এবং আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার প্রকল্পের পরিচালক (পিডি) মো. মাহফুজুর রহমান দৈনিক পূর্বকোণকে বলেছেন, ‘ঈদের আগেই আমরা ফ্লাইওভারটি যানবাহন চলাচলের জন্য খুলে দেবো।’ তবে তিনি এ ব্যাপারে দিনক্ষণ স্পষ্ট করে জানাতে পারেননি।
ফ্লাইওভারের দু’পাশের সড়ক মেরামত প্রসঙ্গে প্রকল্প পরিচালক বলেন, ‘আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই ফ্লাইওভারের নিচের সড়ক মেরামতের কাজে হাত দিতে পারবো। বৃষ্টির কারণে আমাদের কাজে সমস্যা হচ্ছিলো।’ ওয়াসার প্রকল্প বাস্তবায়নের কাজে সড়কের যেসব অংশ খোঁড়া হয়েছে তা সিটি কর্পোরেশনের মাধ্যমে সংস্কার করা হবে বলে জানিয়েছেন। কারণ এ ব্যাপারে কর্পোরেশনের সঙ্গে ওয়াসার চুক্তি হয়েছে।