ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | অস্ত্র ও গুলিসহ ১০ মামলার আসামি গ্রেফতার 

অস্ত্র ও গুলিসহ ১০ মামলার আসামি গ্রেফতার 

নিউজ ডেক্স : পটিয়া থানাধীন ওলিরহাট এলাকা থেকে ১০ মামলার পলাতক আসামি মো. আমানত উল্লাহ প্রকাশ বাছা ডাকাতকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭।  

আমানত উল্লাহ (৩৮) একই থানার কচুয়াই এলাকার সৈয়দ ফকিরের ছেলে। রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

তিনি জানান, কচুয়াই ইউপির ওলিরহাট বাজারের ওলিরহাট জামে মসজিদের পাশে শুক্রবার (২২ জুলাই) একটি ডিপার্টমেন্টাল স্টোরের সামনে অভিযান চালিয়ে ৪টি ওয়ান শুটার গান ও ৩ রাউন্ড গুলিসহ মো. আমানত উল্লাহ প্রকাশ বাছা ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

বাছা ডাকাত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র বেচাকেনাসহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বহুদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার বিরুদ্ধে পটিয়া থানায় মাদক, অস্ত্র, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের ১০টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!