
নিউজ ডেক্স : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। শনিবার (৬ নভেম্বর) তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস। জাগো নিউজ
তিনি বলেন, ‘অসুস্থতাবোধ করায় আজ (শনিবার) হুজুরকে ডাক্তার দেখানো হয়। পরে ডাক্তারের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার শরীর বেশ দুর্বল রয়েছে। তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।’
গত ২৯ আগস্ট হেফাজতের খাস ও কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে আমির হিসেবে মুহিব্বুল্লাহর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এর আগে ১৯ আগস্ট আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর দিন তাকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়।

Lohagaranews24 Your Trusted News Partner