
_____ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি_____
শীতের ডাকে ফুটেছিল
ক্যালেন্ডুলা ফুল
সর্ষে ক্ষেতে ফিঙের নাচন
দোদুল দোদুল দুল
দীঘির জলে শ্যাওলা-সরে
লাবণ্য তুলতুল
শীত-নদীতে জল বয়ে যায়
প্রশান্ত কুলকুল।
শীত না এলে বসন্ত কী
আসতে পারে বলো?
ফুলের ঋতু পেতেই তবে
শীতের বরণ হলো।
শীতের কামে জেগেছিল
কুহুর কলতান
সূর্যমুখীর সূর্যপ্রেমে
বইয়ে খুশির বান
পাতার কানে শিশির শোনায়
অবাক হাওয়ার গান
বসন্তমেয়ে এসেই বলে
সে তো শীতের দান।

Lohagaranews24 Your Trusted News Partner