Home | শীর্ষ সংবাদ | অপরূপ সৃষ্টি পাতা ও ফুল

অপরূপ সৃষ্টি পাতা ও ফুল

79

____মুহাম্মদ সোলাইমান____

মহান আল্লাহর অপরূপ সৃষ্টি
সবুজের পাতা ও ফুল,
প্রকৃত ভালবাসা অনেক বড়
যদিও ছিল অপ্রতুল।
আপনাদের দোয়া ভালবাসায়
কঠিনকেও করতে পারি জয়,
আল্লাহর সৃষ্টি পাতা ও ফুলের মাঝে
আনন্দ আরো বেশিই হয়।
মানুষের প্রকৃত ভালবাসা যে কেউ পায়না
মানুষের মন জয় করা অনেক কঠিন,
আমার প্রতি এ ভালবাসা চিরদিন থাকুক
না হয় যেন কভু অন্তরীন।
ভ্রমণে গিয়েও সম্মাননা,
এটা অনেক বড় প্রাপ্তি ছিল,
এ ভালবাসায় নাই কোন খাদ
স্নেহ-মায়া সব খাঁটি ছিল।
আমরা পাঁচজন ভ্রমণ পিপাসুর
দু’নয়ন মেলিয়া, অন্তর খোলিয়া,
ভোরবেলা ঘুরে এলাম লোহাগাড়ার
প্রাকৃতিক সৌন্দর্য বড়হাতিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!