এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান গ্রামের হাছিনা ভিটার উত্তর পার্শ্বে দরবেশহাট ডিসি রোডে সরই খালের উপর নির্মিত ব্রিজটি ধসে পড়ায় জনদূর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২ জুলাই ব্রিজ সম্পূর্ণভাবে ধসে পড়েছে বলে জানিয়েছেন পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ ইউনুস ও সরই ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম। ব্রিজ ধসে পড়ায় যাতায়াতের ক্ষেত্রে চরম দূর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ।
ইউপি চেয়ারম্যানরা জানান, ব্রিজ সন্নিহিত এলাকা থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করেছে একটি মহল। এক পর্যায়ে সম্প্রতি ব্রিজটির একাংশ সড়ক থেকে ধেবে যায়। তবুও ঝুঁকি নিয়ে চলাচল করেছিল হালকা যানবাহন। ২ জুলাই সোমবার থেকে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি পানির স্রোতে পড়ে ব্রিজটি। ধসে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে হাজার হাজার মানুষ।

ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন ভূক্তভোগীরা।
