ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ‌‘বিজয় দিবস ভাতা’ পাচ্ছেন এক লাখ ১৯ হাজার মুক্তিযোদ্ধা

‌‘বিজয় দিবস ভাতা’ পাচ্ছেন এক লাখ ১৯ হাজার মুক্তিযোদ্ধা

freedom-fighter-bonus--640x360

নিউজ ডেক্স : প্রথমবারের মতো এবার ‘বিজয় দিবস ভাতা’পাচ্ছেন মুক্তিযোদ্ধারা। ৫ হাজার টাকা হারে এক লাখ ১৯ হাজার ৯৪৬ জন জীবিত মুক্তিযোদ্ধা এ ভাতা পাবেন। সম্প্রতি ‘বিজয় দিবস ভাতা’বাবদ ৫৯ কোটি ৯৭ লাখ ৩০ হাজার টাকা মঞ্জুরি দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসকরা এখন মুক্তিযোদ্ধাদের মধ্যে এ ভাতা বিতরণ করবেন।

এর আগে গত ৭ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস ভাতা দেয়ার কথা জানান।

মঞ্জুরি জ্ঞাপন চিঠিতে বলা হয়েছে, বিজয় দিবস ভাতা পরিশোধে সব আর্থিক বিধি-বিধান ও সরকারি নিয়মাচার অনুসরণ করতে হবে। অর্থ ব্যযে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে। মুক্তিযোদ্ধাদের অনুকূলে মুক্তিযোদ্ধার ব্যাংক হিসাবের মাধ্যমে ভাতা প্রদান নিশ্চিত করতে হবে।

সব জেলা প্রশাসক বিজয় দিবস ভাতা দেয়ার ক্ষেত্রে জীবিত মুক্তিযোদ্ধার বিষয়টি নিশ্চিত হয়ে এ ভাতা দেবেন। কোনো অবস্থায় মৃত মুক্তিযোদ্ধা বা তার পরিবার/নির্ভরশীলদের বিজয় দিবস ভাতা দেয়ার সুযোগ নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে জীবিত ও মৃত মিলিয়ে প্রায় ২ লাখ মুক্তিযোদ্ধা ১০ হাজার টাকা হারে মাসিক ভাতা পাচ্ছেন। এর বাইরে দুই ঈদে দুটি বোনাস পাচ্ছেন। প্রতিটি বোনাসের পরিমাণ এক মাসের ভাতার পরিমাণ। একই সঙ্গে ২ হাজার টাকা হারে নববর্ষ ভাতাও পাচ্ছেন মুক্তিযোদ্ধারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!