ব্রেকিং নিউজ
Home | শীর্ষ সংবাদ | হারাবো অচীনপুরে

হারাবো অচীনপুরে

_______ফিরোজা সামাদ _______

কালবেলায় সময়ের স্রোতে পাল তুলে
হাসনাহেনার সুবাস গায়ে মেখে অামি
অদৃশ্য অাঁধারের কোলাহল ছুঁয়ে
একদিন হারিয়ে যাবো দূর বহুদূরে !

জোনাকির বুকে অালো জ্বলে ওঠা
অগুণতি তারার ফুলের মেলায়,
বাঁধভাঙা জোয়ারে ফিনকি দিয়ে
উপচে পড়া জোছনার ভেজা কান্নায়!

অথবা ;
রাতের কোলের চুম্বনে কোনোদিনও
খুঁজতে যেওনা অামায় !
খুঁজে পাবেও না কোনোদিন, কেননা,
অামি যে হবো ওই দিগন্তে বিলীন !

সময়ের বিষাদময় কষ্টের নীল খাম
যদিও অাসে কভু অামার নামে ?
হয়তো কখনো খোলা হবেনা সে খাম,
কোনোদিন জানাও হবেনা প্রেরকের নাম !

অনিঃশেষ বিশ্বাসে বুকের পাঁজরে
অানমনে বিষন্ন মাথা রেখে ভুলে যাবো
তোমাদের দেয়া সহস্র বেদনা !
স্মৃতির শুভ্র অাঁচলে পাতা বিছানায় শুয়ে
রঙধনুর সাত রঙের ছায়ায় স্বপ্নের চাদরে
অাড়াল করে বুনবো কাঁচা বাঁশের নতুন ঠিকানা !

অতঃপর,
শিরিশের ডালে দোয়েল শ্যামার শিষে
গ্রীষ্ম, বর্ষা ও শীতে থরে থরে ফুটে থাকা
শাদা গন্ধরাজ ও রজনীগন্ধার ঘ্রাণে
বিমোহিত হবো নিরবধি !
অাবার প্রজাপতি হয়ে না হয় চেয়ে চেয়ে
দেখবো তোমাদের নীরব চলাচল !
তোমরা জানতে বা বুঝতেও পারবে না
কোনোদিন !

তাই তো বলছি কখনও খুঁজনা অামায়,
খুঁজে পাবেও না কভু !
কেননা, অামি যে হারিয়ে যাবো চিরতরে
অদেখা সেই অচীনপুরে !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!