ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ৩ দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা

লোহাগাড়ায় ৩ দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৩ দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌছিফ আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী।

জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে হাজী বদিউর রহমান মার্কেটে আজমীর রেক্সিন হাউসের মালিক আবদুস সাত্তারকে ৫ হাজার টাকা, কাঁচা বাজার সংলগ্ন জে. আর ফুডসের মালিক মো. ইমনকে ১৫ হাজার টাকা ও জিয়াদ ডিপার্টমেন্টাল স্টোরের মালিক তৌহিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও জানান, করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা না মেনে দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ সনের ২৬৯ ধারায় ৩ দোকানদারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে উপজেলা প্রশাসন বার বার নির্দেশনা দিয়ে আসছে। জনগণ যাতে অযথা বাইরে ঘুরাফেরা না করে তা নজরদারী করছে ও মাইকিং করে সকলকে বাড়িতে নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!