ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ভাইস চেয়ারম্যান ইব্রাহিম কবির

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ভাইস চেয়ারম্যান ইব্রাহিম কবির

এবারের ভয়াবহ বন্যায় লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ভেঙে গেছে অসহায় মানুষের ঘরবাড়ি। ধ্বংস হয়ে গেছে রাস্তাঘাট। এসব ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের কথা বিবেচনা করে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির।

ওই সময় তিনি চুনতি, আধুনগর, লোহাগাড়া সদর ও কলাউজান ইউনিয়নে বিভিন্ন স্পটে গিয়ে ৩ শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন। প্রতিটি প্যাকেটে চাউল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবণ, বিস্কুট, চিড়া, গুড়, মোমবাতি, ওরস্যালাইন সহ প্রয়োজনী খাদ্য সামগ্রী ছিল।

বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া সাংবাদিক ফোরাম’র সাধারণ সম্পাদক আবদুল খালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক সাত্তার সিকদার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, ইউপি সদস্য আবদুল মান্নান, ইউপি সদস্য বেলাল উদ্দিন, ইউপি সদস্য সেলিম উদ্দিন, যুবলীগ নেতা ফারুক হোসেন, বৌদ্ধ সম্প্রদায় নেতা গীতিকার বিমল বড়ুয়া, আওয়ামী লীগ নেতা অধর কান্তি মহাজন, বাগীসিক লোহাগাড়া সংসদের প্রকাশনা সম্পাদক ডা: কৃষ্ণানন্দ নাথ, নজরুল ইসলাম, এহসানুল হক, জামাল উদ্দিন প্রমুখ।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির জানান, এবারে লোহাগাড়ায় স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে। এতে সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

১ম দফায় চুনতি, আধুনগর, লোহাগাড়া সদর ও কলাউজান ইউনিয়নে ৩ শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে এসেছি। এবং তাদের ভেঙে যাওয়া বাড়িঘর দেখে এসেছি। আগামীতে বাকি ইউনিয়নে খাদ্য সামগ্রী নিয়ে যাবো এবং অসহায় মানুষের জন্য আমার এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!