Home | ব্রেকিং নিউজ | মাদক-দুর্নীতি-জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে : ড. নদভী এমপি

মাদক-দুর্নীতি-জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে : ড. নদভী এমপি

50699229_2334387596819816_1204033080013094912_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা পরিষদের মাসিক আজ ২৮ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের আয়োজনে এ সভায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবু আসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া বিআরডি চেয়ারম্যান আরমান বাবু রুমেল, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, চরম্বা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান জহির উদ্দিন, চুনতি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, কলাউজান ইউনিয়নে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, পুটিবিলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, আমিরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ, লোহাগাড়া যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আকতার আহমদ সিকদার, সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, দক্ষিণ গোলাম বারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফোরকান উল্লাহ চৌধুরী, এমপি’র একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, সহকারী একান্ত সচিব এস এম সাহেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

ড. নদভী এমপি বলেন, মাদক, দুর্নীতি, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। বাংলাদেশ পুলিশও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। মাদক একটি সামাজিক সমস্যা। তাই মাদক দমনে সবাইকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, লোহাগাড়া-সাতকানিয়ার সাধারণ মানুষ উন্নয়নের সুফল পেয়েছে বলেই আমাকে পুণরায় ভোট দিয়েছে। সন্ত্রাস-দুর্নীতিবাজ বিএনপি-জামায়াত জোটের এই ভরাডুবি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!