ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | মরহুম মাওলানা ফৌজুল কবিরের পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ

মরহুম মাওলানা ফৌজুল কবিরের পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ

107

এলনিউজ২৪ডটকম : বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক ও লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামের মরহুম আলহাজ্ব মাওলানা ফৌজুল কবিরের নামাজে জানাজায় সর্বস্তরের লোকজন উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করায় তাঁর পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উপদেষ্টা, মরোক্কর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আগাধীর এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডাইরেক্টর ও সহকারী অধ্যাপক লোহাগাড়ার কৃতিসন্তান মোহাম্মদ মহিউদ্দিন মাহি’র ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তা হুবহু তুলে ধরা হলো-

কৃতজ্ঞতা!!!!!
—————–
গতকাল ২৫-১২-২০১৬ ইং রবিবার – ২৫ রবিউল আউয়াল আমাদের শ্রদ্ধেয় আব্বাজান বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক, আল্লামা ফজলুল্লাহ (রহ) আদর্শ মাদ্রাসা নারিশ্চা’র প্রতিষ্ঠাতা, হাজার হাজার আলেমে দ্বীন ও বিশ্ববিদ্যালয়-কলেজ এবং দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষক বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মুহাম্মদ ফৌজুল কবির সাহেবের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়।
এতে উপস্হিত স্হানীয় সংসদ সদস্য আমাদের মামা প্রফেসর ড.আবু রেজা নদভী, বায়তুশ শরফ আদর্শ কামিল এম.এ মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন ড.সাইয়্যেদ আবু নোমান, চট্টগ্রামের প্রবীণ আলেমে দ্বীন সাতকানিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা হাবিবুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক আল্লামা আবুল হায়াত মুহা:তারেক, সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ-সাবেক অধ্যক্ষ চুনতি হাকিমিয়া কামিল এম.এ মাদ্রাসা অধ্যক্ষ মাহমুদুল হক, চুনতি হাকিমিয়া এম.এ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, গারাঙ্গীয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল মালেক, আব্দুল খালেক শাহ দরবারের সম্মানিত পীর আল্লামা নাছেরুল হহক চিশতী, বিভিন্ন কামিল-ফাজিল-আলিম-দাখিল মাদ্রাসার অধ্যক্ষ-শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃৃন্দ, সরকারি-বেসরকারি সর্বস্হরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আব্বাজানের স্নেহের হাজার হাজার ছাত্রবৃন্দ, বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক – অরাজনৈতিক ব্যক্তি বর্গ, মিডিয়া ব্যক্তিবর্গ, আইনশৃংখলা বাহীনি এবং উপস্হিত দূর-দূরান্ত থেকে আগত সর্বস্হরের আলেম ওলামা ও শুভাকাঙ্খীবৃন্দকে আমাদের শ্রদ্ধেয় আব্বাজানের পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শোকরিয়া জ্ঞাপন করছি।
আল্লাহ আপনাদের উপস্হিতি ও দোয়া কবুল করুন।আমীন!

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় আলহাজ্ব মাওলানা ফৌজুল কবির ইন্তেকাল করেছেন। পরদিন ২৫ ডিসেম্বর বাদ আছর উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামে মরহুমের প্রতিষ্ঠিত মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!