ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | ভুলিনি তোমায়

ভুলিনি তোমায়

463

___মোহাম্মদ মাজহারুল ইসলাম খান___

আমি তো তোমায় ভুলিনি আজো
পারবনা তো কভু ভুলতে,
সে কথা কি তুমি বুঝোনি সখী
হাতে হাত রেখে যবে চলতে?

কাজল কালো ঐ আঁখিতে তোমার
হারিয়ে ছিল মোর এ মন,
তোমাকেই শুধু বেসেছি ভালো
তোমাকে নিয়েই দেখেছি স্বপন!

মায়াময়ী রাঙা ঠোঁটে
হাসির ঝলক,
বিশ্ময়ে দেখিতাম
চেয়ে অপলক!

কৃষ্ণ কোমল ঐ
ঢেউ খেলা চুল
দেখলেই সব কিছু
হয়ে যেত ভুল!

এভাবে দিন যায় ক্ষণ যায়
বয়ে যায় নদী,
বুক ভরা ভালোবাসা
বাড়ে নিরবধি!

একদা কাছে ডেকে
শুধালে আমায়,
কেন এতো চেয়ে থাকো
দেখো কি আমায়?

বলিলাম ভালোবাসি
ভালোবাসি সখী,
সাঁড়া যদি না দাও
জলে ভাসে আঁখি!

লজ্জায় লাল হয়ে
ছুটে গেলে দূরে,
বুঝিলাম সম্মতি
দিলে চিরতরে!

সেই হতে ভালোবাসা
বাসি তব সনে,
ভালোবাসা প্রেম হয়ে
বাড়ে দিনে দিনে!

কত দিন কত মাস
বছর যায় চলে,
ভালোবাসা প্রেম আর
অভিসার ছলে!

শুভ দিনে তোমার আমার
হলো পরিণয়,
দুটি মনের ভালোবাসার
হলো চির জয়!

সুখে দুঃখে হাসি গানে
কাটছিল দিন,
হঠাৎ কি ঝড় এসে
সব হলো লীন!

তুমি সেথা রয়ে গেলে
আমি ভিন দেশে,
বিদেশ বিভূঁইয়ে এসে
থামি অবশেষে!

শত দুঃখেও তোমার কথা
সদা মনে হয়,
ক্ষমা করে দিয়ো যদি
দেখা আর না হয়!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!