ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

নিউজ ডেক্স: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি (চট্টগ্রাম-২) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের অনুসারীরা। 

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় শত শত নেতাকর্মী খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এর আগে বিকেলে সরওয়ার আলমগীরের সমর্থনে আরেকটি মিছিল বের হয়।

আজিম উল্লাহ বাহারের অনুসারী নেতাকর্মীরা বলেন, গত ১৭ বছর আজিম উল্লাহ বাহার মাঠে ছিলেন। জুলুম-নির্যাতন, হামলা-মামলা নিয়ে দলীয় নেতাকর্মী ও মানুষের উপকার করেছেন। ২০১৮ সালে নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করে হামলার শিকার হয়েছেন। দুঃসময়ে দলকে সংগঠিত করতে দিন-রাত কাজ করেছেন। এমন একজন নেতাকে মনোনয়ন না দিয়ে কোন কারিশমায় অন্যজন মনোনয়ন পেলেন, আমাদের জানা নেই। মনোনয়ন পরিবর্তন করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

এদিকে সারোয়ার আলমগীরের সমর্থকদের দাবি আজিম উল্লাহ বাহার ২০১৮ সাল থেকে বিএনপি করেন। তার দুই ভাই শিবিরের ত্রাস, যারা এখন বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণ করছে। বিগত সময়ে বাহার আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে রাজনীতি করেছে। যার কারণে তার বিরুদ্ধে একটি মামলাও নেই। তাছাড়া আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক থাকায় তার স্ত্রীর চটপটির দোকানের নামে ২৩৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) মনোনয়ন পান বিএনপি জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর। এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারসহ পাঁচজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!