ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | পরিবেশকে সবুজ রাখতে নকশা ইঞ্জিনিয়ারিং’র উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার : পদ্মাসন সিংহ

পরিবেশকে সবুজ রাখতে নকশা ইঞ্জিনিয়ারিং’র উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার : পদ্মাসন সিংহ

67570743_158476451994258_7414256516707909632_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতি অভয়ারণ্য এলাকায় “পরিবেশ হোক সবুজ, বাসস্থান হোক নিরাপদ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নকশা ইঞ্জিনিয়ারং’র উদ্যোগে এক ব্যতিক্রম ধর্মী বনভোজনের আয়োজন করা হয়েছে। আজ ২ আগষ্ট শুক্রবার বেলা ৩টায় উপজেলার নির্মাণ শ্রমিক ও বাড়ির মালিকদের নিয়ে এ আয়োজন করা হয় ।

কর্মসূচির মধ্য গাছের চারা বিতরণ, বিএসআরএম’র পক্ষে গিফট হ্যাম্পার ও এ.জে.চৌধুরী এন্ড কোং’র পক্ষে র‌্যাফেল ড্র ছিল অন্যতম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ। তিনি বলেন, পরিবেশকে সবুজ রাখার জন্য নকশা ইঞ্জিনিয়ারিং’র উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। ভবিষ্যতেও এ ধরণের কর্মসূচি অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

নকশা ইঞ্জিনিয়ারিং’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলমগীর, বিএসআরএম স্টীল লিমিটেড’র হেড অব সেলস মুহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, সমাজসেবক মুহাম্মদ মিরান হোসেন মিজান, বিএসআরএম স্টীল লিমিটেড চট্টগ্রামের রিজোনাল নজরুল ইসলাম, দৈনিক যায়যায়দিন লোহাগাড়া প্রতিনিধি আবদুল জব্বার ফিরোজ, এ. জে চৌধুরী এন্ড কোং’র স্বত্বাধিকারী এম. আখতারুজ্জামান চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার, সাংবাদিক এরশাদ হোসাইন, শিল্পপতি হাজ্বী মুহাম্মদ আমিনুল হক, বিএসআরএম স্টীল লিমিটেড’র কর্মকর্তা সঞ্জয় চৌধুরী, মুহাম্মদ আসিফ, দিদারুল আলম, নির্মাণ শ্রমিক নেতা মুহাম্মদ দেলোয়ার মেস্ত্রী।

68378888_158476531994250_8512999667460472832_n

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্মাণ শ্রমিক ও বাড়ির মালিকগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নির্মাণ শ্রমিক ও বাড়ির মালিকদের মাঝে গাছের চারা বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!