ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | নানিয়ারচরে গুলিতে ইউপিডিএফের চাঁদা কালেক্টর নিহত

নানিয়ারচরে গুলিতে ইউপিডিএফের চাঁদা কালেক্টর নিহত

নিউজ ডেক্স : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ১৯ মাইল নামক এলাকায় নিরাপত্তাবাহিনীর সাথে গোলাগুলিতে ইউপিডিএফ-এর এক চাঁদা কালেক্টর নিহত হয়েছে। নিহতের নাম সাজেক চাকমা ওরফে নয়ন (৩৫)।

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, নিহত নয়ন চাকমা ওরফে সাজেক চাকমা দীর্ঘদিন ধরে ১৮-১৯ মাইল এলাকায় ইউপিডিএফ-এর হয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন মহল থেকে চাঁদা আদায় করত।

এলাকাবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে চাঁদা আদায়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনীর সদস্যরা ১৯ মাইল এলাকায় অভিযুক্তকে ধরতে অভিযান চালাতে গেলে নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের উপর সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে।

এ সময় নিরাপত্তাবাহিনী পাল্টা গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে সাজেক চাকমা নিহত হয়। অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নিরাপত্তাবাহিনী ১টি পিস্তল, ১টি এসএমজি ও ৬ রাউন্ড গুলি ও নগদ টাকা উদ্ধার করেছে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিহতের লাশ পুলিশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি মর্গে পাঠানো হবে। দৈনিক আজাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!