ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ডোপ টেস্ট : ১০ পুলিশ সদস্য বরখাস্ত

ডোপ টেস্ট : ১০ পুলিশ সদস্য বরখাস্ত

নিউজ ডেক্স : ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ পাওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১০ সদস্যকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে।

গতকাল রোববার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বাসসকে বলেন, মাদক সেবন করায় ডোপ টেস্টে (মাদক পরীক্ষা) মোট ৬৮ জন পুলিশ সদস্য অভিযুক্ত হয়। খবর বাসসের।

এর মধ্যে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে ১০ জনকে, সাময়িক বরখাস্ত করা হয়েছে ১৮ জনকে। এছাড়া ৪৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। আরও ২৫জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্ত ৬৮ জনের মধ্যে ৫০ জন কনস্টেবল, নায়েক ৫ জন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ৫ জন, সার্জেন্ট ১ জন এবং উপ-পরিদর্শক (এসআই) ৭ জন।

তিনি জানান, গতবছর সেপ্টেম্বরে ডিএমপি কমিশনারের দায়িত্ব নেয়ার পরই পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার ঘোষণা দেন মোহা. শফিকুল ইসলাম। ডিএমপি জানিয়েছে, মাদক সংক্রান্ত অন্যান্য অভিযোগের মধ্যে মাদক বিক্রিতে ১০জন, সেবনে ৫ জন, মাদক দিয়ে ফাঁসানোয় ১০জন এবং উদ্ধারকৃত মাদকের চেয়ে কম দেখানোর অভিযোগ আনা হয়েছে ৪ জনের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!