ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু

নিউজ ডেক্স : বৈরী আবহাওয়ার কারণে দুইদিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। শনিবার সকালে কেয়ারি এবং বারো আউলিয়া নামের দুটি জাহাজ যাত্রী নিয়ে রওনা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, সতর্ক সংকেত জারির কারণে গেল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা করেছিল উপজেলা প্রশাসন। এতে দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় তিন শতাধিক পর্যটক আটকে পড়েছিল।

শনিবার আটকে পড়া পর্যটকরা ফিরতে পারবেন বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘দুইদিন বন্ধ থাকার পর আবারো সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ আসছে। যারা দ্বীপে আটকা পড়েছিল তারা অনায়সে ফিরতে পারবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!