ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৭১ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৭১ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন

নিউজ ডেক্স : চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসির ৭১ হাজার ১০৮টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছে শিক্ষার্থীরা। বোর্ডের প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট হয়ে ২৬ হাজার ৬২৩ জন শিক্ষার্থী এসব আবেদন করেন।

গত ২৯ জুলাই থেকে ৪ আগস্ট জমা পড়া এসব আবেদনের মধ্যে সবচেয়ে বেশি গণিত এবং ইংরেজির দুই পত্রে পুনঃনিরীক্ষণের। পুনঃনিরীক্ষণের এ ফল প্রকাশিত হবে ২৮ আগস্ট।
জানা গেছে, ২০২৩ সালের এসএসসিতে পুনঃনিরীক্ষণের জন্য বাংলা প্রথম পত্র বিষয়ে ৪ হাজার ৮৯১টি, বাংলা দ্বিতীয় পত্রে ৪ হাজার ৭১১টি, ইংরেজি প্রথম পত্রে ৮ হাজার ৭৬১টি, ইংরেজি দ্বিতীয় পত্রে ৮ হাজার ৪৮৬টি, গণিতে ১০ হাজার ৫১৯টি, ইসলাম শিক্ষায় ৪ হাজার ২৭১টি, উচ্চতর গণিতে ৩ হাজার ৫৫১টি, সাধারণ বিজ্ঞানে ২ হাজার ২১৯টি, পদার্থ বিজ্ঞানে ৩ হাজার ৬০০টি, রসায়নে ৩ হাজার ২৯৫টি, জীববিজ্ঞানে ৩ হাজার ৬২১টি, ব্যবসায় উদ্যোগে ১ হাজার ২৮২টি, হিসাববিজ্ঞানে ১ হাজার ৭৮৪টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ৪ হাজার ৯৩৪টি, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ১ হাজার ৪৪টি, ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে ৪৭০টি, হিন্দুর্ধম বিষয়ে ৭৬১টি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ে ৩৯৩টি, কৃষিতে ৮৯৭টি, পৌরনীতিতে ৩৪৫টি, অর্থনীতিতে ৮৯টি, গার্হস্থ্য বিজ্ঞানে ২৫৯টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৭৯১টি, বৌদ্ধর্ধম বিষয়ে ১২৬টি, এবং খৃষ্টান ধর্ম বিষয়ে ৮টি পুনঃনিরীক্ষণের আবেদন করে শিক্ষার্থীরা।

পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, পুনঃনিরীক্ষণের জন্য যারা আবেদন করেছে তাদের উত্তরপত্রে নাম্বার যোগ বা উঠানোর ক্ষেত্রে কোনো ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হবে। এবার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে ২৮ আগস্ট। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!