ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চকরিয়ায় বন্যহাতি আক্রমণে কৃষকের মৃত্যু

চকরিয়ায় বন্যহাতি আক্রমণে কৃষকের মৃত্যু

Hati

নিউজ ডেক্স : কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে জাবিন্দ্র বড়ুয়া প্রকাশ জানু (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

আজ বুধবার (৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের আরিঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।  নিহত জাবিন্দ্র বড়ুয়া হারবাং ইউনিয়নের পহরচাঁদার পশ্চিম বড়ুয়া পাড়ার মৃত গুরাধন বড়ুয়ার ছেলে।

নিহতের আত্মীয় শংকর বড়ুয়া বলেন, রাতে জাবিন্দ্র বড়ুয়া পাহাড়ি এলাকার আলিঘোনায় ধানক্ষেত পাহারা দিতে যায়। ভোর রাতে ধানক্ষেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে একটি দলছুট বন্যহাতি জাবিন্দ্রকে আক্রমণ করলে তার নাক-মুখ দিয়ে রক্ত এসে ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!