Home | দেশ-বিদেশের সংবাদ | গুলিতে নিহত সৌদি বাদশাহ’র দেহরক্ষী

গুলিতে নিহত সৌদি বাদশাহ’র দেহরক্ষী

192035Bodyguard

আন্তর্জাতিক ডেক্স : সৌদি বাদশাহ সালমানের ব্যক্তিগত দেহরক্ষী গুলিতে নিহত হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আরো সাতজন আহত হয়েছে। কর্তৃপক্ষ রবিবার এ কথা জানায়।

পুলিশের উদ্ধৃতি দিয়ে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক বিবৃতিতে বলেছে, জেনারেল আবদেল আজিজ আল ফাগহাম পশ্চিমাঞ্চলীয় জেদ্দাহ শহরে শনিবার সন্ধ্যায় নিহত হন। ফাগহামকে বাদশাহর পাশে প্রায়ই দেখা যেত।

বিবৃতিতে আরো বলা হয়, ফাগহাম জেদ্দায় বন্ধুর বাড়ি বেড়াতে যান। সেখানে বন্ধু মামদু আল আলীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে গলা উঁচু করে দু’জনে ঝগড়া শুরু করেন। আলী হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যান এবং একটু পরেই বন্দুক নিয়ে ফিরে এসে ফাগহামকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। এ সময়ে বাড়ির মালিকের ভাই ও তাদের একজন ফিলিপিনো সহকারীও আহত হয়।

আল একবারিয়া রাষ্ট্রীয় টেলিভিশনে বিস্তারিত উল্লেখ না করে বলা হয়েছে, ব্যক্তিগত বিবাদের জেরে ফাগহাম প্রাণ হারান।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা আলীকে আত্মসমর্পণের কথা বললে তিনি তা করতে অস্বীকৃতি জানান। পরে তিনি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে পাঁচজন আহত হয়। আলী নিজেও নিজেকে হত্যা করেন।

বার্তা সংস্থার খবরে বলা হয়, আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর ফাগহাম মারা যান। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!