ব্রেকিং নিউজ
Home | অন্যান্য সংবাদ | ঈদে মুক্তি পাচ্ছে কবি ও কথা সাহিত্যিক ফিরোজা সামাদের লেখা ৩টি গানের এ্যালবাম

ঈদে মুক্তি পাচ্ছে কবি ও কথা সাহিত্যিক ফিরোজা সামাদের লেখা ৩টি গানের এ্যালবাম

106

বিনোদন ডেক্স : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মুক্তি পাচ্ছে কবি ও কথা সাহিত্যিক ফিরোজা সামাদের লেখা ৩টি গানের এ্যালবাম। এ্যালমাবগুলো হল ‘মাগো তোমায় মনে পড়ে’, ‘মাটির খাঁচায় অচিন পাখি’ ও ‘আমি চেয়েছিলাম ভালোবাসা’।

এ্যালমাবগুলোর গীতিকার ফিরোজা সামাদ, সুরকার কুমার বিঞ্চু ও কন্ঠ দিয়েছেন সুরকারসহ নবীন শিল্পী এম. এ. হামিদ খান, উপমা, আঁধার বিথী ও শ্রেয়া সাহা। ঢাকার রিদম ষ্টুডিওতে গানগুলো রেকডিং করা হয়েছে। গীতিকার ফিরোজা সামাদ বলেন, নবীন শিল্পীদের একটি প্লাটফর্ম তৈরি করে দেয়ায় তার মূল উদ্দেশ্য।

প্রথম এ্যালবামের নাম “মাগো তোমায় মনে পড়ে”। এ এ্যালবামে ৮টি জীবন ভিত্তিক গান রয়েছে। কন্ঠ দিয়েছেন নবীন শিল্পী এম. এ. হামিদ খান, উপমা, আঁধার বিথী ও শ্রেয়া সাহা।

দ্বিতীয় এ্যালবামের নাম “মাটির খাঁচায় অচিন পাখি”। এ এ্যালবামে ৮টি ফোক ও আধুনিক গান রয়েছে। একক কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী এম. এ. হামিদ খান।

তৃতীয় এ্যালবামের নাম “আমি চেয়েছিলাম ভালোবাসা”। এ এ্যালবামে ৮টি আধুনিক গান রয়েছে। কন্ঠ দিয়েছেন নবীন শিল্পী এম. এ. হামিদ খান, কুমার বিঞ্চু, উপমা, আঁধার বিথী, শ্রেয়া সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!